Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়োগ চেয়ে ৩০০ পরীক্ষার্থীর আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২১ ১৮:৪৯

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান এবং কার্ডিওগ্রাফার পদে ৩০০ পরীক্ষার্থীকে নিয়োগ দিতে সরকারের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ফাহমিদা আক্তার শম্পা, শুভ মন্ডলসহ তিন শতাধিক পরীক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ জাহাঙ্গীর আলম এ নোটিশ পাঠান।

নোটিশে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ (ডিজি) চারজনকে বিবাদী করা হয়েছে।

এ ছাড়া মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে পরীক্ষা নেওয়ার পর ফল প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। প্রার্থীদের মৌখিক পরীক্ষার ফল ঘোষণা করে উত্তীর্ণদের নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।

আইনজীবী আইনজীবী শেখ জাহাঙ্গীর আলম বলেন, ‘নোটিশ প্রেরণকারীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু মৌখিক পরীক্ষার ফল প্রকাশ না করে স্বাস্থ্য অধিদফতর গত ৩১ সেপ্টেম্বর এক অফিস আদেশে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে।’

তিনি বলেন, ‘আমরা বিবাদীদের ২৪ ঘণ্টা সময় দিয়েছি। এ সময়ের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের নিয়োগের বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে আমরা হাইকোর্টে রিট দায়ের করব।’

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

আইনি নোটিশ স্বাস্থ্য মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর