Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ দিনে কাঁচা মরিচের দাম অর্ধেক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২১ ১২:০৯

হিলি: হিলিতে পাইকারি ও খুচরা বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। চার দিনের ব্যবধানে কেজিতে ৬০ টাকা কমে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। আমদানি বন্ধ থাকলেও বাজারে দেশিয় কাঁচা মরিচের সরবরাহ থাকায় দাম কমছে বলে জানান ব্যবসায়ীরা।

শনিবার (১৬ অক্টোবর) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আর এসব মরিচ আসছে নওগাঁ জেলা থেকে। সরবরাহ বেড়ে যাওয়ায় চার দিনের ব্যবধানে মরিচের দাম কমতে শুরু করেছে। গেল চারদিন আগে প্রতিকেজি মরিচ বিক্রি হয়েছে ১২০ টাকা কেজি দরে, সেই মরিচ এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।

বিজ্ঞাপন

মরিচ কিনতে আসা শফিকুল ইসলাম শফিক নামের এক ক্রেতা জানান, হিলি বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানির পরেও দাম কমেনি। অথচ আমদানি বন্ধ থাকার পরও এখন কমছে কাঁচা মরিচের দাম।

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা মিঠু হাসান বলেন, হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকায় বাজারে এলসির কোনো কাঁচা মরিচ নেই, যা আছে সব দেশি মরিচ। বাজারে মরিচের সরবরাহ বাড়ার কারণে দামও অনেক কমে গেছে। দেশের বিভিন্ন স্থানে খরা মৌসুমের কারণে কাঁচা মরিচ উঠতে শুরু করেছে, যে কারণে দামও কমে যাচ্ছে।

সারাবাংলা/এএম

কাঁচা মরিচ হিলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর