Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চৌমুহনীতে ১৪৪ ধারা, ঘটনাস্থল পরিদর্শনে চট্টগ্রাম ডিআইজি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২১ ১৩:৫৮

নোয়াখালী: নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে গতকাল হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দোকানপাট ও একাধিক মন্দিরে হামলা-ভাঙচুরে ঘটনায় ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন।

শনিবার (১৬ অক্টোবর) সকালে এসব মন্দির পরিদর্শনের পর ডিআইজি বলেন, এই ঘটনায় যারাই জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় এনে গ্রেফতার করা হবে।

বিজ্ঞাপন

এদিকে সকালে চৌমুহনী বিজয়া মন্দির পুকুর থেকে সুবেল চন্দ্র (১৮) নামে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়া চৌমুহনী বাজারে বিভিন্ন পয়েন্টে ১৪৪ ধারা ভঙ্গ করে শহরের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল করে ইসকন সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠী। এ ঘটনায় শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

গতকালের মন্দির ভাঙচুরের ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।

সারাবাংলা/এএম

টপ নিউজ নোয়াখালী নোয়াখালীর চৌমুহনী

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

আরো

সম্পর্কিত খবর