১৮ জেলায় মৃদু তাপপ্রবাহ, ৩ দিন পর বৃষ্টির আভাস
১৬ অক্টোবর ২০২১ ১৬:০৩
ঢাকা: বর্ষাকাল বিদায় নিয়েছে বেশ আগে। শরতের মাঝামাঝিতেও বৃষ্টি দেখছে দেশবাসী। কিন্তু গত কয়েকদিন ধরে বাড়ছে তাপ প্রবাহ। আবহাওয়া অধিদফতর বলছে এ পরিস্থিতি থাকবে আরও কিছুদিন। এরই মাঝে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টিতে গরমে স্বস্তি মিলতে পারে।
শনিবার (১৬ অক্টোবর) আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী— দেশের ১৮ জেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, খুলনা, বরিশাল, ভোলা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে।
পূর্বাভাসে বলা হয়েছে— খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়ার সিনপটিক পরিস্থিতি বলছে— উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তার কাছাকাছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উপকূলীয় উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যা এবং এর কাছাকাছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। মৌসুমী বায়ু দেশের অন্যত্র কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, সারাদেশে দিন ও রাতের তাপমাত্র হ্রাস পেতে পারে। বর্তমানে যে তাপপ্রবাহ বইছে তা কমে আসতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের অবশিষ্টাংশ থেকে বিদায় নেওয়ায় আবহাওগত অবস্থা অনুকূলে রয়েছে।
সারাবাংলা/জেআর/একে