ঢাকা: রাজধানীর খিলক্ষেতের এক বাসা থেকে চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে নিকুঞ্জ-২ এর ১৫ নম্বর সড়কের ‘নরেন নিবাস’ নামে একটি ভবনের ফ্ল্যাট থেকে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।
পাশের কক্ষের বাসিন্দা ও অন্যদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে খিলক্ষেত থানার ওসি মুন্সী সাব্বির বলেন, ‘ওই চিকিৎসক সদ্য পাস করেছেন। ওই বাসাতে চিকিৎসকরা মেস করে থাকতেন।’
ওসি বলেন, ‘ফ্ল্যাটের একটি কক্ষ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, এমন খবরে আমরা ঘটনাস্থলে যাই। দরজা ভেঙে খাটে শোয়া অবস্থায় দেবাশীষ চন্দ্রের (২৫) মরদেহ উদ্ধার করি।’
মৃত দেবাশীষ কুমার দাস সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে পাস করেছেন।
পুলিশ ওই চিকিৎসকের মৃত্যু রহস্য উদঘাটনের চেষ্টা করছে।