Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ধর্ম অবমাননা’র পোস্ট দেওয়া পীরগঞ্জের সেই কিশোর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২১ ২৩:৪৬ | আপডেট: ১৯ অক্টোবর ২০২১ ০০:০৬

রংপুর: রংপুরে পীরগঞ্জ উপজেলায় ধর্ম অবমাননার পোস্ট দেওয়া সেই কিশোর পরিতোষ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সীমান্ত জেলা জয়পুরহাট থেকে গ্রেফতার করা হয়।

জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সীমান্ত জেলা জয়পুরহাট থেকে কিশোর পরিতোষ সরকারকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেখানে আত্মীয়ের বাড়িতে পরিবারসহ পালিয়ে ছিল পরিতোষ।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শী পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, ফেসবুকে অবমাননার পোস্টটি দেয় রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের প্রসেনজিত সরকারের ছেলে পরিতোষ সরকার।

পরিতোষের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান। এ ঘটনায় এখন পর্যন্ত ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে জানান তিনি। এছাড়া হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় আরও একটি মামলা করেছে পুলিশ।

হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান কামরুজ্জামান।

সারাবাংলা/পিটিএম

কিশোর গ্রেফতার ধর্ম অবমাননা পোস্ট

বিজ্ঞাপন

গাজায় ১৫ চিকিৎসক নিহত: আইডিএফ
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর