Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অসাম্প্রদায়িক বাংলাদেশকে অস্থিতিশীল করতেই এই হামলা’

কুবি করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২১ ১৭:১১

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন করেন কুবি শিক্ষার্থীরা

অপশক্তিরা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতেই সাম্প্রদায়িক হামলা করছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ।

তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলা উদ্দেশ্যপ্রণোদিত। জাতির জনক বঙ্গবন্ধুর রেখে যাওয়া অসাম্প্রদায়িক বাংলাদেশকে অস্থিতিশীল করতে অপশক্তিরা এই ঘটনা ঘটিয়েছে। কুবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে এসব ঘটনার তীব্র নিন্দা জানাই।

বিজ্ঞাপন

সম্প্রতি কুমিল্লা ও রংপুরে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মঙ্গলবার (১৯ অক্টোবর) কুবি শিক্ষার্থীদের আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে কুবি শিক্ষার্থীদের মানববন্ধন

বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহন চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক তমা সাহা, ব্যবস্থানা শিক্ষা বিভাগের প্রভাষক সংগীতা বসাক, ফার্মেসি বিভাগের প্রভাষক জয় চন্দ্র রাজবংশী।

এছাড়াও মানববন্ধনে কুবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতা, সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক হামলার কঠোর সমালোচনা করেন এবং এই সহিংসতার পেছনে যারা প্রকৃত উসকানিদাতা, তাদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি করেন। ভবিষ্যতে কেউ যেন এমন সাম্প্রদায়িক সহিংসতা তৈরি করতে না পারে, প্রশাসনকে সে বিষয়ে তৎপর থাকতে বলেন তারা।

বিজ্ঞাপন

মানববন্ধনে অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব বলেন, কুমিল্লার ঘটনার পর সরকার থেকে কয়েকজনকে ধরার পরও কীভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আবার সহিংসতা ছড়ায়? শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। এরপরও কে বা কারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে এমন ঘটনা ঘটাচ্ছে, তা খুব দ্রুত বের করার আহ্বান জানাই।

সারাবাংলা/টিআর

কুবিতে মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই। ছবিনামা-১
২৪ নভেম্বর ২০২৪ ২৩:০০

আরো

সম্পর্কিত খবর