Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের সাবমেরিন শনাক্ত ও অবরুদ্ধ: দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২১ ১১:১৬

ভারতীয় সাবমেরিন শনাক্তের ভিডিও প্রকাশ করেছে পাকিস্তানি সেনবাহিনী, ছবি: আলজাজিরা

ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিন শনাক্ত ও অরুদ্ধ করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। চলতি সপ্তাহের শুরুতে সাবমেরিনটি পাকিস্তানের জলসীমায় অনুপ্রবেশ করে বলে এক বিবৃতিতে জানানো হয়। খবর আলজাজিরা।

২০১৬ সালের পর এখন পর্যন্ত তৃতীয়বারের মতো পাকিস্তানের সমুদ্র সীমানায় ভারতীয় সাবমেরিন অনুপ্রবেশের ঘটনা ঘটল। গত মঙ্গলবার (১৮ অক্টোবর) পাকিস্তানি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে, গত শনিবার রাতে ভারতীয় সাবমেরিনটি তাদের জলসীমায় অনুপ্রবেশের চেষ্টা করেছিল।

বিজ্ঞাপন

ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘বিদ্যমান পরিস্থিতিতে সমুদ্র সীমানার নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের নৌবাহিনী কঠোর নজরদারি করছে।’

পাকিস্তানি নৌবাহিনী কর্তৃক লংরেঞ্জের বিমান দিয়ে সমুদ্র সীমানা টহল দেওয়ার সময় ভারতীয় সাবমেরিনটি শনাক্ত ও গতিবিধি নজরদারি করা হয় বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তবে পাকিস্তানের এমন অভিযোগের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো প্রকার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সারাবাংলা/এনএস

পাকিস্তান ভারত ভারতীয় সাবমেরিন

বিজ্ঞাপন

সিইসিসহ নতুন ৪ কমিশনারের শপথ
২৪ নভেম্বর ২০২৪ ১৪:১০

আরো

সম্পর্কিত খবর