Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিয়ায় বোমা বিস্ফোরণে ১৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২১ ১৩:১০

হামলার স্থানে পরিদর্শন করছে পুলিশ, ছবি: আলজাজিরা

সিরিয়ার রাজধানী দামেস্কে রাস্তার পাশে দুটি বোমা বিস্ফোরিত হয়েছে। সেনাবাহিনী সদস্যদের বহনকারী একটি বাসের কাছে এই বোমা বিস্ফোরিত হয়। এতে ১৩ জন সেনা সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। খবর আলজাজিরা।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বোমা হামলায় দগ্ধ বাসের ভিডিও ফুটেজ দেখিয়ে জানিয়েছে, বুধবার (২০ অক্টোবর) শহরের ব্যস্ত সময়ে ভিড়ের মধ্যে এই বোমা হামলার ঘটনা ঘটে। যখন সাধারণ মানুষ কর্মস্থলে যাচ্ছিল। আর শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছিল।

বিজ্ঞাপন

বাসটি হাফেজ আল-আসাদ সেতুর উপর থাকাকালীন দুটি বিস্ফোরণ ঘটে। তৃতীয় বোমাটি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইউনিট নিষ্ক্রিয় করেছে। এই ঘটনায় একটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন সিরিয়ার একজন সরকারি কর্মকতা।

তবে এই বোমা হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। হামলা হওয়া সেতুটির নিচে শহরটির প্রধান বাসস্ট্যান্ড অবস্থিত। যেখান থেকে বিভিন্ন স্থানে বাসগুলো ছেড়ে যায়।

সারাবাংলা/এনএস

১৩ সেনা নিহত বোমা বিস্ফোরণ সিরিয়া

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর