Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলাশবাড়ীতে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২১ ১৪:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

গাইবান্ধা: জেলার পলাশবাড়ীতে ইটবাহী ট্রাকচাপায় ইসমাইল (১৩) নামে বাইসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার বেঙ্গুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইসমাইল উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের নয় আনা নওদা গ্রামের খলিল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় একটি ইটভাটা থেকে ইটবাহী একটি ট্রাক পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। সকাল পৌনে ১১টার দিকে বেঙ্গুলিয়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী ইসমাইল নামে ওই কিশোরকে ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

কিশোর নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর