Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনে আগুন দেওয়ায় ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২১ ১৪:২৫

সিরিয়ায় বনে আগুন দেওয়ার মামলায় দোষী সাব্যস্ত হওয়া ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়।

বিচার মন্ত্রণালয়ের বরাত বৃহস্পতিবার (২১ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বলা হয়, দণ্ডপ্রাপ্তরা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত। তারা দাহ্য পদার্থ ব্যবহার করে রাষ্ট্রীয় অবকাঠামো, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি করেছে। মৃত্যুদণ্ড প্রাপ্তরা সরকারি অবকাঠামো এবং সম্পদের অপূরণীয় ক্ষতির জন্য দায়ী।

বিজ্ঞাপন

এই ঘটনায় জড়িত আরও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা গত বছরে কৃত্রিমভাবে সিরিয়ার হোমস, লাতাকিয়া এবং তারতুসে দাবানল সৃষ্টি করে।

গত বছরের অক্টোবর মাসে সিরিয়ার উপকূলীয় লাটাকিয়া এবং টারটাস ও হমস প্রদেশের শত শত একর বনভূমিতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। দমকল বাহিনীর আপ্রাণ চেষ্টার পরও টানা প্রায় দুই মাস ধরে বিস্তীর্ণ এলাকার বনভূমি আগুনে পোড়ে। এতে মৃত্যু হয় তিনজনের। প্রায় ১৩ হাজার হেক্টর কৃষিজমি ও ১১ হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ৩৭০টিরও বেশি ঘরবাড়ি।

পরে আগুনের ঘটনা তদন্তে সিরিয়ার পুলিশ জানতে পারে ওই দাবানল আসলে মানবসৃষ্ট। দাবানলের সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দাহ্য পদার্থ ব্যবহার করে রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস করার অভিযোগে মামলা রজু করা হয়। এরমধ্যে ১১ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, চারজনকে অস্থায়ী শাস্তি ও পাঁচজন অপ্রাপ্ত বয়স্ককে ১০ থেকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলেও ২৪ জনকে মৃত্যুদণ্ড দেয় সিরিয়ার আদালত।

বিজ্ঞাপন

সিরিয়ার বিচার মন্ত্রণালয়ের দাবি, আসামিরা অপরাধ স্বীকার করেছেন।

সারাবাংলা/এএম

২৪ জনের মৃত্যুদণ্ড বনে আগুন সিরিয়া

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর