উৎসবমুখর পরিবেশে চলছে বিএফইউজের ভোটগ্রহণ
২৩ অক্টোবর ২০২১ ১০:১১
ঢাকা: উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনের ভোটগ্রহণ। শনিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সকাল নয়টায় শুরু হওয়া এই ভোট চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। ঢাকাসহ দেশের মোট ১০টি কেন্দ্রে এই ভোট গ্রহণ চলছে। নির্বাচনে এবার ভোটার ৩৯৮০।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী আবদুল জলিল ভূঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক। মহাসচিব পদে আছেন আবদুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান। কোষাধ্যক্ষ পদে খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ।
এছাড়া ১০ অঙ্গ ইউনিয়নে বিভিন্ন পদে ৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক শাহজাহান সরদার। এবারের নির্বাচন অনুষ্ঠানে ৬ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচন উপলক্ষে রাজধানীর প্রেস ক্লাবে এখন উৎসবের আমেজ। লাইনে দাঁড়িয়ে প্রার্থীরা ভোট চাইছেন। এরই মধ্যে অনেক প্রার্থী নিজেদের ভোট দিয়েছেন। নির্বাচন ঘিরে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়েছে জাতীয় প্রেস ক্লাব।
সারাবাংলা/ ইএইচটি/এএম