Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের তিন বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২১ ১৭:১২

ঢাকা: দেশের তিন বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পূর্বাভাস অনুযায়ী রংপুর, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত এবং বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের অন্যান্য জেলাগুলোতেও আংশিকভাবে আকাশ মেঘলা থাকবে তবে আবহাওয়া থাকবে শুষ্ক।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, এবার কিছুটা দেরি করে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু। এই পরিস্থিতি বৃষ্টির কিছুটা আভাস দেখা যাচ্ছে। ভারী বৃষ্টিপাত না হলেও দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়ার সিনপটিক পরিস্থিতি বলছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগর থেকে বিদায়ের জন্য আবহাওয়াগত অবস্থা অনুকূল রয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকায় দেশের কোনো নদী বন্দরকে সর্তক সংকেত দেখাতে বলা হয়নি।

সারাবাংলা/জেআর/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর