Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলের পুটখালী গ্রামে বোমা বিস্ফোরণে ৩ যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২১ ১২:০৭

বেনাপোল: যশোরের বেনাপোলের পুটখালী গ্রামে ককটেল তৈরির বিস্ফোরণে তিন যুবক গুরুতর জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টায় বেনাপোল পুটখালী গ্রামের মধ্যমপাড়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন, যশোরের বেনাপোল পুটখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল (৩৫), জিয়াউর রহমানের ছেলে রাশেদ (৪০) ও বাগআচাঁড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুর রহমান (৪০)।

আহতদের মধ্যে রাশেদ নামে যুবকের ডান হাতের শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে। সোহেল ও আশিকুরের অবস্থাও আশঙ্কাজনক। আহতরা জানান, তারা তিন বন্ধু রাত সাড়ে আটটার দিকে পুটখালী মধ্যপাড়ায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত কেউ তাদের ওপর বোমা হামলা করে। এ সময় রাশেদের বাম হাতের কজ্বি উড়ে যায়।

এদিকে অপর একটি সূত্র জানিয়েছেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রভাব বিস্তারে তারা বোমা তৈরি করছিল। এ সময় বোমা বিস্ফোরণে তারা নিজ বোমায় আহত হয়। ইউপি নির্বাচন ঘিরে এলাকায় বিভিন্ন স্থানে ৫০ জনের বেশি আহত হয়েছে। অগ্রভূলাট, গোগা, পাঁচভূলটি এলাকাবাসীর মধ্যে এখন আতঙ্ক বিরাজ করছে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সালাউদ্দীন স্বপন জানান, বোমায় আহতদের মধ্যে রাশেদের অবস্থা আশঙ্কাজনক।

বেনাপোল পোর্টথানা পুলিশের ওসি মামুন খান জানান, ককটেল বিস্ফোরণে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল চিহ্নিত করে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এএম


বিজ্ঞাপন
সর্বশেষ

গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই
১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০

সম্পর্কিত খবর