হিলিতে ২ চেয়ারম্যান প্রার্থীসহ ১৪ জনের মনোনয়ন প্রত্যাহার
২৬ অক্টোবর ২০২১ ২০:৩৬
হিলি: হিলি-হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ১৪ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। দুই চেয়ারম্যান, ১২ মেম্বার এবং দুই জন সংরক্ষিত আসনের নারী প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।
মঙ্গলবার (২৬ অক্টোবর) এই প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নেন। সন্ধ্যা সাড়ে ৬ টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ।
তিনি আরও জানান, দ্বিতীয় ধাপের অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে আলীহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা, বোয়ালদাড় ইউনিয়নে অংশগ্রহণকারী নুরুল হোসেন রঞ্জু ছাড়াও তিনটি ইউনিয়নের ১২ জন সাধারণ সদস্য পদে অংশগ্রহণকারী এবং সংরক্ষিত আসনের দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা আরও জানান, বুধবার (২৭ অক্টোবর) প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তারপর প্রার্থীরা প্রচারণা শুরু করবেন।
সারাবাংলা/আরএফ/