Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে ১৫টি ঘোড়া উপহার ভারতের

লোকাল করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২১ ১২:৩২

বেনাপোল: বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫টি ঘোড়া উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশ-ভারত নো-ম্যান্সল্যান্ডে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন।

উপহারের ঘোড়া হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের কর্নেল মাজহার ও ভারতের পক্ষে ছিলেন কলকাতা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মৌনমিথ সিং সবরওয়াল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর আরও অনেক কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে বেনাপোল বন্দর দিয়ে ভারত সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত আরও ১৫টি ঘোড়া উপহার দিয়েছিল।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, ঘোড়া হস্তান্তরের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ঘোড়াগুলো বেনাপোল চেকপোস্ট থেকে সেনাবাহিনীর কয়েকটি ট্রাকে সাভারে নিয়ে যাওয়া হবে।

সারাবাংলা/এএম

ঘোড়া উপহার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর