৬ জেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা: বিচারিক তদন্তের নির্দেশ
২৮ অক্টোবর ২০২১ ১৫:৩৬
ঢাকা: সম্প্রতি ছয় জেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়ি-ঘরে হামলার ঘটনায় সংশ্লিষ্ট বিচারিক হাকিমকে (সিএমএম/সিজেএম) তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব হামলার ঘটনায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের নিস্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এসব ঘটনায় তদন্ত করতে স্থানীয় সিএমএম আদালত ও সিজেএম আদালতের বিচারককে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এসব ঘটনার তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি সচিব, সমাজ কল্যাণ সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিটিআরসির চেয়ারম্যান, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রংপুরের ডিসি-এসপিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
আইনজীবী অনুপ কুমার সাহা ও আইনজীবী মিন্টু কুমার দাস গত ২১ অক্টোবর এ রিট দায়ের করেন।
সারাবাংলা/কেআইএফ/এসএসএ