Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২২ সালে সরকারি ছুটি ২২ দিন, শুক্র-শনিতে ৬ দিন

সারাবাংলা ডেস্ক
২৮ অক্টোবর ২০২১ ১৯:৪৮

ফাইল ছবি

২০২২ সালের সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। সে অনুযায়ী আগামী বছর সরকারি ছুটি থাকছে ২২ দিন। এর মধ্যে ছয় দিন পড়বে সাপ্তাহিক ছুটির দিন শুক্র-শনিবার।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সাপ্তাহিক ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিসভার এই বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে যুক্ত হন। মন্ত্রিসভায় তার সহকর্মীরা ছিলেন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রান্তে।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ২০২২ সালে ১৪ দিন সাধারণ ছুটি থাকবে। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার) পড়বে।

সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে অন্য আটটি ছুটির মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটিও রয়েছে (শুক্র ও শনিবার)। এছাড়াও, সরকারি কর্মচারীরা ধর্মীয় উৎসব উপলক্ষে তিন দিনের ঐচ্ছিক ছুটি উপভোগ করতে পারেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, একইভাবে প্রধান সামাজিক উৎসব উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং এর বাইরে কাজ করা বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের দুই দিনের বিকল্প ছুটি নেওয়ার সুযোগ রয়েছে। বাসস।

সারাবাংলা/টিআর

মন্ত্রিসভার বৈঠক সরকারি ছুটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর