স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭টি নথি গায়েব, থানায় জিডি
সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২১ ১৪:০৪
৩০ অক্টোবর ২০২১ ১৪:০৪
ঢাকা: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে ১৭টি গুরুত্বপূর্ণ নথি খোয়া গেছে মর্মে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই জিডি করা হয়।
এ খবর নিশ্চিত করে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. কামরুজ্জামান বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি। আগামীকাল রোববার থেকে তদন্ত কাজ শুরু হবে।
তিনি জানান, ইতোমধ্যেই বিষয়টি ডিএমপির সাইবার ক্রাইম ও সিআইডির ফরেনসিককে বিভাগ অবহিত করা হয়েছে।
জিডিতে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর বুধবার অফিস করে নথিগুলো ফাইল কেবিনেটে রাখা হয়। পরদিন দুপুর ১২টায় কাজ করতে গিয়ে দেখা যায় ফাইলগুলো কেবিনেটের মধ্যে নেই।
সারাবাংলা/ইউজে/এএম