গরুর মাংস চেয়ে না পেয়ে বর-কনেপক্ষ মারামারি!
৩০ অক্টোবর ২০২১ ১৯:৫৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে বর ও কনেপক্ষের মধ্যে মারামারিতে অন্তত আটজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, খাবার টেবিলে বরপক্ষের একজন তৃতীয়বার গরুর মাংস চেয়ে না পেয়ে উত্তেজিত হয়ে যান। এর পর কথা কাটাকাটি থেকে উভয়পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়েন।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিরিবিলি কমিউনিটি সেন্টারে সাতকানিয়া উপজেলার ছদাহা গ্রামের মোহাম্মদ শাহজাহানের সঙ্গে চন্দনাইশ উপজেলার হাছানদণ্ডী গ্রামের মুক্তা বেগমের বিয়ের অনুষ্ঠান চলছিল। আকদের পর কনেকে ঘরে তুলে নেওয়া উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সারাবাংলাকে বলেন, ‘খাবার টেবিলে বরপক্ষের এক ব্যক্তি তৃতীয়বার গরুর মাংস এনে দেওয়ার দাবি করেন। এ সময় টেবিল বয় অস্বীকৃতি জানান। এতে তিনি উত্তেজিত হয়ে যান। একই টেবিলে থাকা বরপক্ষের আরও কয়েকজনের সঙ্গে টেবিল বয়দের কথা কাটাকাটি শুরু হলে কনেপক্ষের লোকজনও এতে যোগ দেন। এক পর্যায়ে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। পরে মারামারি হয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তবে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি।’
ওসি জানান, মারামারির ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মারামারির পর বরপক্ষ কনে না নিয়ে কমিউনিটি সেন্টার ত্যাগ করেন। তবে ছদাহা ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ হোসাইন চৌধুরী উভয়পক্ষের বিরোধ সমাধানের চেষ্টা করছেন বলে জানান ওসি আনোয়ার।
সারাবাংলা/আরডি/পিটিএম