জাতীয় যুব দিবস কাল, পুরস্কৃত হচ্ছেন ২৭ আত্মকর্মী
৩১ অক্টোবর ২০২১ ২১:১৮
ঢাকা: ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’— এই প্রতিপাদ্য নিয়ে আগামীকাল সোমবার (১ নভেম্বর) দেশব্যাপী পালন করা হবে জাতীয় যুব দিবস। দিবসটি উদযাপনে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দিবসটি উপলক্ষে এ বছর আত্মকর্মসংস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি হিসেবে ২২ জন আত্মকর্মী ও স্বেচ্ছাসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য পাঁচ জন যুব সংগঠক— সবমিলিয়ে ২৭ জন সফল যুবকে জাতীয় যুব পুরস্কার ২০২১ দেবে সরকার।
রোববার (৩১ অক্টোবর) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন এসময় উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, বরাবরের মতো এবারও আমরা আত্মকর্মসংস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি জানাতে আত্মকর্মী এবং স্বেচ্ছাসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য পুরস্কৃত করব। এবার ১ নভেম্বর বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ২৭ জনের হাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জাতীয় যুব পুরস্কার ২০২১ তুলে দেবেন।
জাহিদ আহসান রাসেল আরও বলেন, দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে এবং মাঠ পর্যায়ে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে— যুব র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, যুব পুরস্কার বিতরণ, যুব পণ্য ডিসপ্লে, যুব ঋণ বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, রক্তদান কর্মসূচি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এসময় যুব উন্নয়নে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, যুব উন্নয়ন অধিদফতরের শুরু থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ৬৪ লাখ ৬১ হাজার ২৩৮ জন যুবকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষিত যুবদের মধ্যে ২২ লাখ ৮০ হাজার ১৫৩ জন আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। সরকারের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (২০২০-২০২৫) ১৬ লক্ষাধিক যুবর প্রশিক্ষণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ১৭৪ জনকে।
প্রতিমন্ত্রী বলেন, আমরা অত্যন্ত ভাগ্যবান— মুজিববর্ষে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ উদযাপন করেছি। এর অন্যতম ইভেন্ট হিসেবে বিশ্বব্যাপী আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড।
সারাবাংলা/জেআর/টিআর
আত্মকর্মী পুরস্কার জাতীয় যুব দিবস ২০২১ জাহিদ আহসান রাসেল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার যুব দিবস