Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইকবালসহ চার জন আরও ৩ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২১ ১৮:৩০

কুমিল্লা: জেলা শহরের নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজা মন্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবালসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথের আদালত।

বুধবার (৩ নভেম্বর) ধর্ম অনুভূতিতে আঘাতের মামলায় তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানি শেষে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, মামলার প্রধান অভিযুক্ত ইকবাল। অন্য আসামিরা হলেন মণ্ডপে কোরআন পাওয়ার তথ্য ৯৯৯-এ কল করে জানানো ইকরাম হোসেন এবং নগরীর শাহ আবদুল্লাহ গাজীপুরি (রা.) মাজারের সহকারী খাদেম হুমায়ুন আহমেদ ও ফয়সাল আহমেদ।

প্রসঙ্গত, ১৩ অক্টোবর নানুয়ারদীঘির পাড় পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনার জেরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পূজা মণ্ডপে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পরপরই কুমিল্লা কোতয়ালি মডেল থানার পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করে। পরবর্তীতে অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

সারাবাংলা/একেএম

ইকবাল মন্দিরে হামলা-ভাঙচুর


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর