Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আপিল শুনানির আগে মৃত্যুদণ্ড কার্যকরের খবর সঠিক না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২১ ১৫:৩০

আনিসুল হক, ফাইল ছবি

ঢাকা: আপিল শুনানির আগে যশোর কেন্দ্রীয় কারাগারে দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকরের খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের আইনমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে আনিসুল হক বলেন, ‘আপিল শুনানির আগে যশোর কেন্দ্রীয় কারাগারে দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সঠিক নয়। চুয়াডাঙ্গার একটি হত্যা মামলায় ঝড়ু ও মকিম নামের দুই আসামির নিয়মিত আপিল নিষ্পত্তির আগেই তাদের দণ্ড কার্যকর হয়েছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটি সঠিক নয়।’

তিনি আরও বলেন, ‘আপিল শুনানির আগে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, কথাটি কিন্তু সঠিক নয়। আসামিদের আপিল শুনানি হয়েছে, জেল আপিল ছিল, সেটাও শুনানি হয়েছে।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘জেল আপিল শুনানি শেষে প্রাণভিক্ষা চাওয়ার যে অধিকার, সেটাও তাদের দেওয়া হয়েছিল। পরে রাষ্ট্রপতি সেই আবেদন নাকচ করার পর তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে।’

সারাবাংলা/জিএস/এনএস

আইনমন্ত্রী আনিসুল হক আপিল শুনানি মৃত্যুদণ্ড কার্যকর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর