Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডিজিটাল নিরাপত্তা মামলায় সাংবাদিকরা তাৎক্ষণিক গ্রেফতার হবেন না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২১ ১৫:৪৯

ফাইল ছবি: আনিসুল হক

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে সাংবাদিকদের গ্রেফতার করা যাবে না। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার ঠেকাতে সবধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অপব্যবহারের ব্যাপারে আমরা কঠোর হব। কেউ এটাকে মিস ইউজ বা অ্যাবইউজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ এই মামলা সাংবাদিকদের বিরুদ্ধে হলে তাৎক্ষণিকভাবে তাদের যেন অ্যারেস্ট করা না হয় সে ব্যাপারেও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আনিসুল হক বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন অত্যন্ত প্রয়োজনীয় আইন। এটা বাকস্বাধীনতা বা সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণের জন্য করা হয়নি। কেউ আইনের অপব্যবহার করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।’

তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলেই যে মামলা নিয়ে নেবে সেটা আর হবে না। আইসিটি অ্যাক্টের একটি ধারা আছে এবং সেই ধারায় একটি সেল আছে, সেখানে মামলার বিষয়ে সন্তুষ্টু হতে হবে। তারপরই মামলা হবে।’

সারাবাংলা/জিএস/পিটিএম

আইনমন্ত্রী আনিসুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর