Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে চলছে পরিবহন ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২১ ০৮:৫৫

সুনামগঞ্জ: ডিজেলসহ সকল প্রকার জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সুনামগঞ্জে দুই দিনের ধর্মঘট চলছে। শুক্রবার (৫ নভেম্বর) ভোর সকাল থেকে শুরু হয়েছে এই ধর্মঘট।

শহরের পুরাতন বাসস্ট্যান্ড ও নতুন বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকে সুনামগঞ্জের সকল দূরপাল্লার বাস বন্ধ করে চালক ও হেলপাররা বাসায় চলে গেছেন। কেউ বা গাড়ির পাশে বসে আছেন নিশ্চুপ হয়ে।

সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া সারাবাংলা কে বলেন, হঠাৎ করে ডিজেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বিপাকে পড়েছি আমরা। এজন্য শুক্র ও শনিবার সুনামগঞ্জ থেকে কোনো দূরপাল্লার বাস চলবে না। আমরা ধর্মঘট বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ।

সারাবাংলা/এসএসএ

পরিবহন ধর্মঘট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর