Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংক্রমণ, মৃত্যু, শনাক্তের হার— সবই কমেছে ২৪ ঘণ্টায়

সারাবাংলা ডেস্ক
৫ নভেম্বর ২০২১ ১৭:০৬

ফাইল ছবি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে কমেছে। আগের দিন করোনা সংক্রমণ নিয়ে ৭ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৩।

একই সময়ে কমেছে নতুন সংক্রমণ এবং নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার। আগের দিনের ২৪৭ সংক্রমণের বিপরীতে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১৯৬ জনের শরীরে। অন্যদিকে আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল ১ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা ১ দশমিক ১২ শতাংশে নেমে এসেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর এ সব তথ্য জানানো হয়েছে।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৩৩টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫০টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬২৬টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ১৭ হাজার ৯৫টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। আগের দিনের নমুনাসহ এদিন পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৪৪৬টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪ লাখ ৪৫ হাজার ২৯৪টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৫ লাখ ৬৯ হাজার ৪৫৩টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ২৮ লাখ ৭৫ হাজার ৮১৪টি।

২৪ ঘণ্টায় কমেছে সংক্রমণ, শনাক্তের হার

আগের দিন দেশে ২৪৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ১৯৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জনের শরীরে।

বিজ্ঞাপন

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১২ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক ৩২ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ০৪ শতাংশ।

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যাও কমেছে

করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে। আগের দিন আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছিলেন ২২৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৮ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ।

মৃত্যুর সংখ্যা কমেছে

আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু কমেছে। আগের দিন মারা গিয়েছিলেন ৭ জন করোনা রোগী, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট ২৭ হাজার ৮৯০ জন মারা গেলেন। সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

পুরুষ ও নারীর মৃত্যুর পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টায় যে ৩ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের এক জন পুরুষ, ২ জন নারী। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে পুরুষের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৮৫২ জনে। আর করোনা সংক্রমণ নিয়ে মৃত নারীর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৩৮ জনে। এ পর্যন্ত পুরুষ রোগীর মৃত্যুর হার ৬৪ দশমিক ০১ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৫ দশমিক ৯৯ শতাংশ।

বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান

বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় যে তিন জন মারা গেছেন তাদের মধ্যে দুই জনের বয়স ৬১ থেকে ৭০ বছর, আরেকজনের বয়স ৪১ থেকে ৫০ বছর। এর বাইরে অন্য কোনো বয়সী কোনো করোনা রোগী গত ২৪ ঘণ্টায় মারা যাননি। এই তিন জনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৃত্যু নেই ঢাকাসহ ৫ বিভাগে

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে এক জন, রাজশাহী বিভাগে এক জন ও ময়মনসিংহ বিভাগে এক জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন। ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর— এই পাঁচ বিভাগের কোনোটিতেই করোনায় মৃত্যু নেই গত ২৪ ঘণ্টায়।

সারাবাংলা/টিআর

করোনাভাইরাস কোভিড-১৯ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর