ভাড়া ২৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব মানতে নারাজ লঞ্চ মালিকরা
৭ নভেম্বর ২০২১ ১৭:১৮
ঢাকা: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যাত্রীবাহি নৌ যানের ভাড়া বাড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠকে প্রতি কিলোমিটারে ০.৪৯ শতাংশ ভাড়া বৃদ্ধি অর্থাৎ বর্তমান ভাড়ার চেয়ে ২৮.৮২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দেয় বিআইডব্লিউটিএ।
কিন্তু এ প্রস্তাব মানতে নারাজ মালিকরা।
রোববার (৭ নভেম্বর) বিআইডব্লিউটিএ কার্যালয়ে লঞ্চ মালিকদের সঙ্গে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, লঞ্চ মালিক সমিতির মাহমুব উদ্দীন আহমেদমহ (বীর বিক্রম) প্রতিনিধিরা অংশ নেন। সেখানে প্রতি কিলোমিটার যাত্রী ভাড়া ০.৪৯ শতাংশ টাকা বাড়িয়ে বর্তমানে কিলোমিটার প্রতি ১.৭০ টাকা থেকে ২ টাকা ১৯ পয়সা বাড়ানোর প্রস্তাব করে বিআইডব্লিউটিএ। এখনও বৈঠক চলছে।
জানা গেছে, বৈঠকে এ নিয়ে উভয়পক্ষে বাকবিতণ্ডা চলছে।
উল্লেখ্য, তেলের দাম বাড়ানোয় লঞ্চ মালিকরা শতভাগ ভাড়া বৃদ্ধির প্রস্তাব করে।
সারাবাংলা/জেআর/এমও
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ভাড়া বাড়ানোর প্রস্তাব লঞ্চ মালিক