ঢাকা: ভর্তি বাণিজ্য ও ফরম পূরণে অতিরিক্ত অর্থ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহানারা বেগম-কে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৮ নভেম্বর) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক।
তিনি জানান, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আগামী ১৫ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে অধ্যক্ষ-এর বক্তব্য প্রদানের জন্য নোটিশ জারি করেছেন।
নোটিশে আরও বলা হয়েছে, তিনি যদি নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হন তবে অভিযোগে সংক্রান্ত বিষয়ে তার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য হবে।