Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধু ও চার নেতাকে হত্যার পর সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়’

সারাবাংলা ডেস্ক
৮ নভেম্বর ২০২১ ১৬:৩১

চট্টগ্রাম ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে পরিকল্পিতভাবে দেশে মুক্তিযুদ্ধের বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির উত্থান ঘটানো হয়েছে বলে বক্তব্য এসেছে চট্টগ্রামে এক সেমিনার থেকে। বক্তারা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার জীবন ও রাজনৈতিক দর্শন থেকে শিক্ষা নিয়ে সাম্প্রদায়িক অপশক্তি প্রতিরোধের জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (৮ নভেম্বর) সকালে ‘জাতীয় চার নেতা হত্যাকাণ্ড: বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ষড়যন্ত্র’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে চট্টগ্রামের সরকারি হাজী মুহম্মদ মহসীন কলেজ শাখা ছাত্রলীগ। কলেজের হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম।

কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন পলাশের সভাপতিত্বে এবং মায়মুন উদ্দীন মামুনের সঞ্চালনায় সেমিনারে কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াছ, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আবুল বাসারও বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী ও কামারুজ্জামানকে হত্যা একই সূত্রে গাঁথা। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যে শূন্যতা সেদিন তৈরি করা হয়েছিল, তা আজও পূরণ হয়নি। তদন্ত কমিশন গঠন করে হত্যাকাণ্ডে মদতদাতাদের খুঁজে বের করতে হবে। যে শক্তি বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করেছে, সেই শক্তি দেশে পরিকল্পিতভাবে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির উত্থান ঘটিয়েছিল। এখন সারাদেশে যে সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন আমরা দেখি, সেটি ওই উত্থানেরই ধারাবাহিকতা। এই সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিরোধে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার চেতনায় উজ্জীবীত হয়ে বাংলাদেশকে একটি সত্যিকারের অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা হারুন অর রশীদ হৃদয়, এম ইউ সোহেল, মিনহাজ তালুকদার, আনোয়ার আজিম শাহিন, সাজ্জাদ হোসেন বাপ্পি, নাজিম উদ্দিন,  মনির চৌধুরী, শিমলা তম্বি, দোলন বড়ুয়া, আব্দুস সোবহান, মো. হাবিব, এরশাদুল করিম।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/টিআর

চট্টগ্রাম ছাত্রলীগ জাতীয় চার নেতা সরকারি হাজী মুহম্মদ মহসীন কলেজ শাখা ছাত্রলীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর