Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে কমেছে কাঁচা পণ্যের আমদানি

লোকাল করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২১ ১৭:৪৮

হিলি: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে গণপরিবহন, ট্রাক ধর্মঘটে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কমেছে কাঁচা পণ্য আমদানি। এক সপ্তাহ আগেও দিনে ২০ থেকে ২৫টি ট্রাক কাঁচা পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করলেও গত দু’দিনে এর ব্যবধান অনেক কম। আমদানিকারকদের দাবি দেশে চলমান পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও আমদানি বাড়বে।

হিলি কাস্টমসের তথ্যমতে, হিলি বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা আমদানি করা হয়। গেলো সপ্তাহে ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত ভারতীয় ৫৭ ট্রাকে ১ হাজার ২৫৪ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এসময় কাঁচামরিচ আমদানি হয়েছে ২৬ ট্রাকে ৩৯০ মেট্রিক টন।

বিজ্ঞাপন

সেখানে চলতি সপ্তাহে তিন কর্মদিবসে ভারতীয় ১৩ ট্রাকে ২৮৬ মেট্টিক টন পেঁয়াজ এবং ৬ ট্রাকে ৮০ মেট্টিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। গেলো সপ্তাহের থেকে দু‘টো পণ্য আমদানি কম হয়েছে।

হিলি বন্দরের গণযোগাযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ‘হিলি বন্দর দিয়ে গত সপ্তাহের তুলনায় ভারত থেকে কাঁচাপণ্য আমদানি কিছুটা কমেছে। গত শনিবার (৬ নভেম্বর) ভারতীয় ১ ট্রাকে আড়াই মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।’

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, ‘সারাদেশে পরিবহন ধর্মঘট চলার কারণে ভারত থেকে কাঁচাপণ্য আমদানি কিছুটা কমেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও আমদানি বাড়বে।’

হিলি কাস্টম ডেপুটি কমিশনার কামরুল ইসলাম বলেন, ‘হিলি বন্দর দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, আদাসহ বেশ কিছু কাঁচাপণ্য ভারত থেকে আমদানি হয়। গত সপ্তাহের তুলনায় কাঁচাপণ্যের আমদানি কিছুটা কমেছে। ধীরে ধীরে স্বাভাবিক হবে।’

বিজ্ঞাপন

এদিকে, পণ্য আমদানি কমায় হিলি বাজারে কাঁচা মরিচ, পেঁয়াজের দাম বেড়েছে। খোলা বাজারে কাঁচামরিচ ১২০টাকা, পেঁয়াজ ৩৫ টাকা বিক্রয় হচ্ছে। এছাড়াও বেগুন ৫০, বাঁধাকপি ৩০, সিম ১২০, টমেটো ১২০, মুলা ২০, ফুলকপি, ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সারাবাংলা/এমও

আমদানি কাঁচা পণ্য ট্রাক ধর্মঘট হিলি

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর