Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি হলে শিক্ষার্থীদের ভেতরে রেখে ৫ রুমে তালা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২১ ১৭:৪১

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের ৫টি রুমে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের আটকে রাখার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় হলের দ্বিতীয় ব্লকের দোতালার ২১৯ থেকে ২২৩ নম্বর রুমে তালা লাগানোর এ ঘটনা ঘটে।

এসময় কয়েকজন শিক্ষার্থী রুমের মধ্যে অবস্থান করছিলেন বলে জানা গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

২২২ নম্বর রুমের শিক্ষার্থী সোহানুর রহমান বলেন, আমি তখন পড়ছিলাম। বাইরে থেকে দরজা নাড়ানোর শব্দ হয়। দরজার কাছে গিয়ে দেখি দরজা খুলছে না। দরজায় তালা লাগানো হয়েছে। দরজার ফাঁক দিয়ে সাদা শার্ট পরিহিত একটা ছেলেকে চলে যেতে দেখলাম।

এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে হল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে আবাসিক শিক্ষার্থীরা।

এবিষয়ে হল প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, শিক্ষার্থীদের রুমের ভেতরে রেখে তালা দেওয়া অবশ্যই একটি নিকৃষ্টতম কাজ। আমরা ইতোমধ্যে প্রক্টরিয়াল বডিকে বিষয়টি জানিয়েছি। কে বা কারা তালা দিয়েছে তাদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর