Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির ভ্যাকসিনের বিকল্প নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২১ ২১:২৪

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় মলনুপিরাভির উৎপাদন ও বিপণনের জন্য জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে দুইটি প্রতিষ্ঠানকে। তবে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেছেন, মুখে খাওয়ার এই ওষুধ ভ্যাকসিনের বিকল্প নয়। তাই সবাইকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে ঔষধ প্রশাসন অধিদফতরে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেশে মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেট জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। তবে এগুলো অবশ্যই ভ্যাকসিনের বিকল্প নয়। তাই অবশ্যই সবাইকে ভ্যাকসিন নিতে হবে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই অ্যান্টিভাইরাল ট্যাবলেট খাওয়া যাবে।’

মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, ‘ট্যাবলেটটি ইতোমধ্যেই বাজারে (বেক্সিমকোর) এসেছে। এটি ব্যবহার করতে পারলে কোভিড নিয়ন্ত্রণ করা সহজ হবে। বিশ্বের বিভিন্ন দেশেই এর পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। আমাদের দেশেও হয়েছে। ফলাফলও আমরা ভালো পেয়েছি। মৃত্যু ও হাসপাতালে ভর্তি অর্ধেক কমাতে পারে এই ওষুধ। তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শেই এই ওষুধ ব্যবহার করা যাবে।’

ওষুধের ব্যবহারবিধি বিষয়ে তিনি বলেন, ‘মুখে খাওয়ার এই ওষুধ পাঁচ দিনের ডোজ। সকালে চারটা ট্যাবলেট আর রাতে চারটা ট্যাবলেট। পাঁচ দিনে মোট চল্লিশটা ট্যাবলেট খেতে হবে।’

এর আগে, সোমবার (৮ নভেম্বর) দেশে মলনুপিরাভির অ্যান্টিভাইরাল ট্যাবলেটের জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদফতর। প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দাবি, এ ওষুধ করোনাভাইরাসের বংশবিস্তার অকার্যকর করতে সক্ষম।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

করোনা মলনুপিরাভি

বিজ্ঞাপন

তানজিব-অবন্তীর নতুন গান
২৪ নভেম্বর ২০২৪ ১৮:২২

আরো

সম্পর্কিত খবর