পি কে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
১০ নভেম্বর ২০২১ ১২:০৭
ঢাকা: ৪২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, বিভিন্ন ব্যাংকে ৬ হাজার ৮০ কোটি টাকার লেনদেন ও ১ কোটি ১৭ লাখ ডলার কানাডায় পাচারের প্রমাণ পাওয়ায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪ আসামির বিরুদ্ধে মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১০ নভেম্বর) সকালে দুদক সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত বছরের ৮ জানুয়ারি তার বিরুদ্ধে ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। এছাড়াও ১ হাজার ৬৩৫ কোটি টাকা পাচারের অভিযোগও আনা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, পি কে হালদার ও তার বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা হয় প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানের হিসাবে ১ হাজার ২০০ কোটি টাকা, পি কে হালদারের হিসাবে ২৪০ কোটি টাকা এবং তার মা লীলাবতী হালদারের হিসাবে জমা হয় ১৬০ কোটি টাকা।
আরও পড়ুন:
ইন্টারপোল শিগগিরই পি কে হালদারকে গ্রেফতার করবে: দুদক আইনজীবী
পি কে হালদারের দুই সহযোগিকে দুদকের জিজ্ঞাসাবাদ
ক্যাসিনো অভিযানের ধারাবাহিকতায় প্রায় ২৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের বিরুদ্ধে প্রথম মামলা করে দুদক। গত ৮ জানুয়ারি দুদকের অনুরোধে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়ে রেড অ্যালার্ট জারি করে ইন্টারপোল। এ কেলেঙ্কারিতে এখন পর্যন্ত ২৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। গ্রেফতার হয়েছেন ৭ জন।
আসামি পি কে হালদার বর্তমানে বিদেশে পলাতক। তার জন্ম পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দিঘিরজান গ্রামে। বাবা প্রয়াত প্রণনেন্দু হালদার ও মা লীলাবতী হালদার।
সারাবাংলা/এএম