Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাত পোহালেই ৮৩৫ ইউপিতে ভোট

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২১ ০০:১১

ঢাকা: দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রস্তুতি শেষ। রাত পোহালেই দেশের ৮৩৫টি ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন স্থানীয়রা। এই ধাপের ইউপি নির্বাচনে বিভিন্ন পদে ৪১ হাজার ২১৮ জন প্রার্থী তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ হাজার ৩১০ জন, সাধারণ সদস্য পদে ২৮ হাজার ৭৪৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৯ হাজার ১৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে টিকে রয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দশম ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন হবে। ইসি সূত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। তবে এর মধ্যে সাতটি ইউপিতে নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে। একটি ইউপির নির্বাচন বাতিল করা হয়েছে। অন্যদিকে পাঁচটি ইউপিতে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হবে না সেসব এলাকাতেও। ফলে ভোট নেওয়া হবে বাকি ৮৩৫টি ইউপিতে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছে। এরই মধ্যে নির্বাচনি এলাকায় পৌঁছে গেছে ব্যালট বাক্স, ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) সব ধরনের নির্বাচনি সরঞ্জাম। ভোটগ্রহণের সঙ্গে যুক্তদের সব ধরনের প্রশিক্ষণ কার্যক্রমও আগেই শেষ হয়েছে।

আরও পড়ুন- ৪র্থ ধাপে ভোট যে ৮৪০ ইউপিতে [তালিকা]

বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হবে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ২২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৪ লাখ ৫ হাজার ৮৩১ জন, নারী ভোটার ৮১ লাখ ৮৯ হাজার ৩৭৯ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গ তথা হিজড়া ভোটার রয়েছেন ১৬ জন। নির্বাচনে মোট ভোটকেন্দ্রের ৮ হাজার ৪৯২টি।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, দ্বিতীয় ধাপের নির্বাচনে এরই মধ্যে ৩৫৭ জন প্রার্থী ভোটের আগেই নির্বাচিত হয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭ জন, সাধারণ সদস্য পদে ২০৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৭৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন ভোট ছাড়াই।

এর আগে, এরই মধ্যে তিন ধাপে মোট ২ হাজার ২২০টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। এর মধ্যে প্রথম ধাপে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর দুই দফায় ৩৬৯ ইউপিতে ভোট নেওয়া হয়। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে ভোটের তফসিল ঘোষণা করা হলেও আগামীকাল ১১ নভেম্বর ভোট হচ্ছে ৮৩৫ ইউপিতে। আর তৃতীয় ধাপে ১ হাজার ৩ ইউপিতে আগামী ২৮ নভেম্বর ভোট নেওয়া হবে। এর মধ্যেই বুধবার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী দেশের ৮৪০টি ইউপিতে আগামী ২৩ ডিসেম্বর ভোট হবে।

বর্তমানে সারাদেশে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে প্রায় চার হাজার ইউপিতে ভোট করা যাবে। মামলা জটিলতার কারণে বেশকিছু ইউপিতে ভোটগ্রহণ আটকে আছে।

দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত ৯ বার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৯৭৩ সালে প্রথম ইউপি নির্বাচন এবং সর্বশেষ ২০১৬ সালে নবম ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও ১৯৭৭, ১৯৮৩, ১৯৮৮, ১৯৯২, ১৯৯৭, ২০০৩ ও ২০১১ সালে ইউপি নির্বাচন হয়েছে। চলতি ২০২১ সালে জুনে শুরু হয়েছে দশম ইউপি নির্বাচন।

সারাবাংলা/জিএস/টিআর

ইউনিয়ন পরিষদ নির্বাচন দশম ইউপি নির্বাচন দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর