Thursday 14 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসমান ট্রলার থেকে ১৭ জেলে উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২১ ১৯:০২

নৌবাহিনী কর্মকর্তাদের সঙ্গে উদ্ধার হওয়া জেলেরা

চট্টগ্রাম ব্যুরো : ইঞ্জিন বিকল হয়ে ছয়দিন ধরে গভীর সাগরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ১৭ জেলেকে উদ্ধার করে প্রাণরক্ষা করেছে নৌবাহিনী।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে কক্সবাজার থেকে ৮০ কিলোমিটার দূরে গভীর বঙ্গোপসাগর থেকে নৌবাহিনীর জাহাজ ‘অনুসন্ধান’ জেলেদের উদ্ধার করে। তারা খাজা আজমির নামে দুর্ঘটনাকবলিত মাছ ধরার ট্রলারটিতে ভাসছিলেন। শুক্রবার বিকেলে জেলেদের কুতুবদিয়ায় ট্রলারের মালিকের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা হলেন মোবারক আলী, আবু সাঈদ, ইসমাইল, রবিউল হান্নান, মোহাম্মদুল্লাহ, রবিউল হোসাইন, রেজাউল করিম, মো. আয়েছ, নূরুল আলম, নূরুল আজগার, মো. হান্নান, আ. খালেক, আদম বাদশা, মবিনুল ইসলাম, মো. মামুন, মো. জকির ও নুরুল মোস্তফা। তারা কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ নভেম্বর ১৭ জন জেলেসহ মাছ ধরার ট্রলারটি সাগরে যায়। সাগরে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে সংকটে পড়েন জেলেরা। নৌবাহিনীর টহল জাহাজ খবর পেয়ে তাদের উদ্ধার করে জরুরি সেবা দেয়।

সারাবাংলা/আরডি/একে

বিজ্ঞাপন

১২ জেলায় বন্যার শঙ্কা
১৪ আগস্ট ২০২৫ ০৯:৫৫

আরো

সম্পর্কিত খবর