আইজিপির স্ত্রী পরিচয়ে নিয়োগ প্রতারণা, প্রতারক আটক
১৩ নভেম্বর ২০২১ ১৭:৩১
ঢাকা: পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ স্ত্রীর মিথ্যা পরিচয় দিয়ে কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে রুমা আক্তার (৩২) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) বিকেলে পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, ওই নারী প্রতারক আইজিপির স্ত্রীর মিথ্যা পরিচয় দিয়ে গত ৭ নভেম্বর বেলা পৌনে বারোটায় মোবাইল (০১৭৮৮৬১৭৭৭১) ফোন থেকে টাঙ্গাইলের পুলিশ সুপারের ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন করে একজন প্রার্থীকে কনস্টেবল পদে নিয়োগ দিতে বলে এবং এসএমএস করে প্রার্থীর তথ্যাদি পাঠায়। পরে বিষয়টি প্রতারণা প্রমাণিত হওয়ায় পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা গোয়েন্দা ও প্রযুক্তিগত তথ্যাদি বিশ্লেষণ করে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার আটিবাজার ঘাটারচর এলাকায় ওই নারী প্রতারকের অবস্থান শনাক্ত করে।
পরে পুলিশ গত ১১ নভেম্বর রাত আনুমানিক নয়টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে নারী প্রতারক রুমা আক্তার ও তার স্বামী মো. আসলাম মিয়াকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
রুমা আক্তারের বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী থানার রহমতপুর গ্রামে। বর্তমানে সে ঢাকা জেলার সাভার থানার লুটেরচর গ্রামে স্বামীর সঙ্গে বসবাস করে।
উল্লেখ্য, এ ঘটনায় আইজিপির স্ত্রী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা কনস্টেবল নিয়োগে কোনো ধরনের প্রতারণার কৌশল না নেওয়া এবং প্রতারক থেকে সতর্ক থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
সারাবাংলা/ইউজে/পিটিএম