Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরের বছর মে-জুনে এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২১ ১৩:২৫

ডা. দীপু মনি, ফাইল ছবি

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা মে-জুন মাসের মধ্যে নেওয়া সম্ভব হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে পরীক্ষা আয়োজনে কোনো বাধা থাকবে না।

রোববার (১৬ নভেম্বর) মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ সব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘এ বছর করোনার কারণে এসএসসি-এইচএসসি পরীক্ষা বিলম্বে হয়েছে। আগামী বছর এত বিলম্ব হবে না। মে-জুনের মধ্যেই এসএসসি পরীক্ষার আয়োজন হবে।’

তিনি আরও বলেন, ‘সাধারণত প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়। তবে আগামী বছর আমাদের ফেব্রুয়ারি মাসেই এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ শিক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন করার একটি বিষয় আছে।’

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক প্রমুখ, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে, সারাদেশে একযোগ শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। এ পরীক্ষার মধ্যদিয়ে ২১ মাস পর দেশে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সারবাংলা/টিএস/একে

এসএসসি দীপু মণি শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর