Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধস্তন আদালত এভাবে পর্যবেক্ষণ দিতে পারেন না: অ্যাটর্নি জেনারেল

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২১ ২৩:৫২

ঢাকা: অধস্তন আদালত এভাবে পর্যবেক্ষণ দিতে পারেন না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় দেওয়া পর্যবেক্ষণ নিয়ে তিনি বলেন, অধস্তন আদালত এভাবে পর্যবেক্ষণ দিতে পারে না। বিচারক এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করেছেন। এবং তার এ কাজের ফলে আমাদের বিচার ব্যবস্থায় জটিলতা তৈরি হতে পারে।

রোববার (১৪ নভেম্বর) সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিচারক তার রায় দিয়েছেন। রায় নিয়ে কারও কিছু বলার নেই। তিনি রায়ে সিদ্ধান্ত দিতে গিয়ে একটি বিষয়ের অবতারণা করেছেন, যেটাকে আমরা বলি, রায়ের অবজারবেশন বা পর্যবেক্ষণ। সেখানে তিনি বলেছেন, ধর্ষণের পর ৭২ ঘণ্টা যদি পেরিয়ে যায় তাহলে পুলিশ মামলা নিতে পারবে না। এ ধরনের পর্যবেক্ষণ দেওয়ার এখতিয়ার বিচারিক আদালতের নেই। এ ধরনের কোনো কিছু যদি বলতে হয় সেটা হাইকোর্ট বলতে পারেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের সংবিধানে যে বিধান আছে, উচ্চ আদালত যদি কোনো রায় দিয়ে থাকেন সবাই সেটা মানতে বাধ্য। কিন্তু লোয়ার কোর্ট ওই মামলায় কোনো কিছু বলতে পারেন না। এসব কারণে আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন, বিষয়টি সুপ্রিম কোর্টের সম্মুখে নিয়ে আসবেন। আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দেবেন।’

এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ব্যবস্থাও নিয়েছেন। প্রধান বিচারপতির এ সিদ্ধান্ত দেশের সব বিচারকদের জন্য বার্তা কি না?- জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটা কিন্তু নতুন না। অনেক সময় হয়তো আপনারা (গণমাধ্যম) জানেন না। উনারা তদন্ত করে শাস্তি দেন, অনেক ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছেন। তবে এটা যেহেতু মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছে, এজন্য আমরা জানি। এটা সব সময় একটা বার্তা। যেকোনো কাজ করতে গেলে অর্থাৎ কোনো বিচারক যদি অন্যায়ভাবে কোনো অর্ডার দেন বা কোনো কিছু করেন সেটা কিন্তু তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।’

বিজ্ঞাপন

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘এখতিয়ারে মধ্যে থেকে যদি কেউ কিছু করেন সেটা ভুল হবে না। আপনাকে এখতিয়ারের মধ্যে থেকে পর্যবেক্ষণ দিলে সেটা ভুল হবে না।’

লোয়ার কোর্টের রায় তো হাইকোর্টে আসবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আইন অনুযায়ী হবে। সাক্ষী কি বলেছেন, বিশ্লেষণে ঘটনা কী ঘটেছিল, রায়টি প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে হয়েছে কি না দেখা হবে।’

আপিলের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘আমরা রায়ের কোনো কিছু পাইনি। পেলে অবশ্যই সিদ্ধান্ত নেব।’

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

অ্যাটর্নি জেনারেল টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর