Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনহা হত্যাকাণ্ড: সপ্তম দফায় সাক্ষ্যগ্রহণ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২১ ১১:৩৯

কক্সবাজার: দেশজুড়ে আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সপ্তম দফায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। মামলার ৬০ নম্বর সাক্ষী এসআই কামাল হোসেনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হয়।

সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে দশটা থেকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এর আগে, সকাল সাড়ে ৯ টায় পুলিশের চাকরিচ্যুত কর্মকর্তা ওসি প্রদীপসহ এই মামলার ১৫ আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে আনা হয়।

মেজর (অব.) সিনহা হত্যা মামলার বিচারিক কার্যক্রমে যারা সাক্ষ্য দিবেন তারা হলেন: এসআই মো. কামাল হোসেন, কনস্টেবল মোশারফ হোসেন, সার্জন আয়ুব আলী, পুলিশ পরিদর্শক মানস বড়ুয়া, পুলিশ পরিদর্শক এবিএম শামসুদ্দোহা, সহকারী পুলিশ সুপার জামিলুল হক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, সোমবার মেজর (অব.) সিনহা হত্যা মামলার সপ্তম দফায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এদিন ছয় সাক্ষীর সাক্ষ্য নেওয়া হতে পারে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে মারা যান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

সারাবাংলা/একেএম

ওসি প্রদীপ মেজর সিনহা হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর