Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত্যু, সংক্রমণ, শনাক্তের হার— সবই কমেছে ২৪ ঘণ্টায়

সারাবাংলা ডেস্ক
১৬ নভেম্বর ২০২১ ১৬:৫৯

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নতুন সংক্রমণ ও করোনা সংক্রমণ নিয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। আগের দিন করোনা সংক্রমণ নিয়ে চার জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুই জন। অন্যদিকে আগের দিন ২৩৪ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ২১৩ জন।

এদিকে, আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার বাড়লেও গত ২৪ ঘণ্টায় এই হার কমেছে। আগের দিন সংক্রমণের হার ছিল ১ দশমিক ৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা কমে ১ দশমিক শূন্য ৩ শতাংশে নেমে এসেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সেই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর এসব তথ্য জানানো হয়েছে।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৩৬টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬২৮টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ২১ হাজার ৩৩টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৭৬৪টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬ লাখ ৩৪ হাজার ২৫৪টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ লাখ ৫৯ হাজার ৮৯১টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ২৯ লাখ ৭৪ হাজার ৩৬৩টি।

২৪ ঘণ্টায় কমেছে শনাক্ত-সংক্রমণ

আগের দিন দেশে ২৩৪ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ২১৩ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৭২ হাজার ৯৪৮ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক শূন্য ৩ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক ৩২ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৭৯ শতাংশ।

বিজ্ঞাপন

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে

গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা কমেছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ২২৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২৩ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৩৬ হাজার ৯৬৭ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যু ২ জনের

করোনা সংক্রমণ নিয়ে আগের দিন চার জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুই জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট ২৭ হাজার ৯২৮ জন মারা গেলেন। সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত দু’জনই নারী

গত ২৪ ঘণ্টায় যে দুই জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন তাদের সবাই নারী। এ নিয়ে করোনা সংক্রমণ নিয়ে মৃত নারীর সংখ্যা বেড়ে হরো ১০ হাজার ৫১ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া পুরুষের সংখ্যা আগের দিনের মতোই রয়েছে ১৭ হাজার ৮৭৭ জনে। আর এ পর্যন্ত পুরুষ রোগীর মৃত্যুর হার ৬৪ দশমিক শূন্য ১ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৫ দশমিক ৯৯ শতাংশ।

বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান

বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় যে দুই জন মারা গেছেন, সেই দুই জনেরই বয়স ৫১ থেকে ৬০ বছর। এর বাইরে অন্য কোনো বয়সী কেউ গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা যাননি।

মৃত দু’জনই ঢাকা বিভাগের

গত ২৪ ঘণ্টায় যে দু’জন মারা গেছেন, তারা দু’জনেই ঢাকা বিভাগের। ফরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই।

সারাবাংলা/টিআর

করোনাভাইরাস কোভিড-১৯ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর