Sunday 16 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে শনিবার দেশব্যাপী গণঅনশন

স্পেশাল করেসপন্ডেট
১৮ নভেম্বর ২০২১ ১৬:২১ | আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১৭:৩১

ফাইল ছবি: খালেদা জিয়া

ঢাকা: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের দাবিতে শনিবার (২০ নভেম্বর) দেশব্যাপী গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে তার দল। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ গণঅনশন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামী ২০ নভেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে গণঅনশন কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিতে অংশ গ্রহণের জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি।’

ঢাকার ভেন্যু পাওয়া গেলে আমরা সেখানে কবর, অথবা সব শেষে যদি কোথাও না পাওয়া যায়, তাহলে আমাদের নয়াপল্টন কার্যালয়ের সামনে গণঅনশন করব’বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে গত শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এভাকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছে। প্রথমে কেবিনে রাখা হলেও পরের দিন রোববার (১৪ নভেম্বর) দুপুরের পর তাকে সিসিইউতে নেওয়া হয়।

বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ২৬ দিন চিকিৎসা শেষে গত ৭ নভেম্বর গুলশানের বাসায় ফেরেন বেগম খালেদা জিয়া। এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এবছর এপ্রিল থেকে মে পর্যন্ত টানা ৫৪ দিন হাসপাতালে ছিলেন তিনি। খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

বিজ্ঞাপন

দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে গত বছর ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। তখন থেকে তিনি গুলশানের ভাড়া বাসা ফিরোজা’য় রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে বেশ কয়েকবার আবেদন করেছে তার পরিবার। কিন্তু সরকার সেই আবেদন আমলে নেয়নি। এ ব্যাপারে আইনমন্ত্রীর বক্তব্য হলো- সাময়িক মুক্তির শর্ত অনুযায়ী তাকে দেশে রেখেই চিকিৎসা দিতে হবে। বিদেশে যেতে হলে কারাগারে ফিরে আবেদন করতে হবে।

সারাবাংলা/এজেড/একেএম

খালেদা জিয়া বিদেশে চিকিৎসা

বিজ্ঞাপন

মেলার ১৬তম দিনে নতুন বই এলো ১০৪টি
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০১

মেলায় নাই সিসিমপুর, জমেনি শিশুচত্বর
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৪

আরো

সম্পর্কিত খবর