Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় বাল্কহেড ডুবি: নিখোঁজ আরও একজনের লাশ উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২১ ২২:০৮

মোংলা: মোংলা বন্দরের পশুর নদের হাড়বাড়িয়া এলাকায় কয়লাবোঝাই বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ আরও একজনের মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে বন্দর চ্যানেলের ১২ নম্বর অ্যাংকরেজ এলাকা থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

নৌযান শ্রমিক সংগঠনের নেতা আবুল হাসান বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “গত সোমবার রাতে হাড়বাড়িয়ার কয়লাবোঝাই বাল্কহেড এমবি ফারদিন-১ ডুবির সময় ৫ নাবিক নিখোঁজ হন। এরমধ্যে মঙ্গলবার বিকেলে ও সন্ধ্যায় দু’জনের লাশ উদ্ধার করা হয়।”

বিজ্ঞাপন

যদিও তিন শ্রমিক নিখোঁজ থাকা অবস্থাতেই সংশ্লিষ্টরা গত বুধবার উদ্ধার অভিযান বন্ধ করে দেন। তারপর থেকে নিখোঁজদের পরিবার লাশের সন্ধানে দুর্ঘটনাকবলিত এলাকায় খুঁজতে থাকেন। একপর্যায়ে শুক্রবার দপুরে হাড়বাড়িয়া-৯ বয়া এলাকায় একটি লাশ ভাসতে দেখেন তারা। এরপর তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।

শুক্রবার উদ্ধার হওয়া লাশটি ওই বাল্কহেডের নাবিক রবিউল ইসলামের (৩৫)। তার বাড়ী পিরোজপুরের স্বরূপকাঠী এলাকায় বলে জানা গেছে।

এর আগে, মঙ্গলবার উদ্ধার হওয়া লাশ দু’টি হলো গ্রিজার নুর ইসলাম (৩২) ও সুকানি মহিউদ্দিনের (৩৫)। এই দুইজনের বাড়ীও স্বরূপকাঠীতে।

তবে এখনও আরও দুই নাবিক নিখোঁজ রয়েছেন। তারা হলেন- পিরোজপুরের ভান্ডারিয়ার জিহাদ ও বাগেরহাটের মোংলার সামছু।

সারাবাংলা/এমও

বাল্কহেড ডুবি মোংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর