Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেদারল্যান্ডসে স্বাস্থ্যবিধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের গুলি

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২১ ১৩:৩৩

করোনা স্বাস্থ্যবিধির প্রতিবাদে বিক্ষোভ হয় নেদারল্যান্ডসে, ছবি: বিবিসি

নেদারল্যান্ডসে এ দাঙ্গায় পুলিশের গুলিতে দুইজন আহত হয়েছে। দেশটির সরকার করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে নতুন করে বিধিনিষেধ জারি করার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভে এই গুলি চালায় পুলিশ। খবর বিবিসি।

এ সময় পুলিশের দিকে লক্ষ্য করে পাথর ও আতশবাজি নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। এছাড়াও পুলিশের গাড়িতেও আগুন লাগিয়ে দেন তারা। করোনার ভ্যাকসিন পাসের জন্য সরকারি পরিকল্পনা এবং ইংরেজি নতুন বছরের আগে আতশবাজি নিষিদ্ধ করার প্রতিবাদে শত শত বিক্ষোভকারী জড়ো হয়েছিল।

বিজ্ঞাপন

সহিংসতার ফলে রটারডাম শহরে জরুরি অবস্থা জারি করা হয় এবং এর প্রধান স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছিল। শহরের মেয়র এ ঘটনাকে ‘সহিংসতার বেলেল্লাপনা’ হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। তিনি জানান, গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) রাতের এ ঘটনায় সাতজন আহত হয়েছে। এছাড়া ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তিন সপ্তাহের আংশিক লকডাউন আরোপ করেছে নেদারল্যান্ডসের সরকার।

সারাবাংলা/এনএস

নেদারল্যান্ডস পুলিশের গুলি

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর