Thursday 14 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোশাক উৎপাদনে খরচ বাড়বে ৫ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২১ ২১:২৪

ঢাকা: দেশে জ্বালা‌নি তেল ডিজেলের দাম বাড়ায় পোশাক উৎপাদনে পাঁচ শতাংশ খরচ বাড়বে বলে জানিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

শনিবার (২০ নভেম্বর) রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

বিজিএমইএ সভাপতি বলেন, জ্বালা‌নি তেলের দাম বাড়া‌নোর ফ‌লে দে‌শের তৈ‌রি পোশাক খা‌তের উৎপাদন খরচ চার থেকে পাঁচ শতাংশ বাড়‌বে। করোনার কারণে প্রায় দুই বছ‌রে তেমন কোনো কর্মসংস্থান তৈরি হয়নি। এ অবস্থায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়া‌তে ব্যবসা সহজীকরণ এবং নীতি স্থিতিশীলতা প্রয়োজন। এমন প‌রি‌স্থি‌তি‌তে তে‌লের দাম কমানোর বি‌ষ‌য়টি সরকার‌কে বি‌বেচনায় নেওয়া দরকার।

তিনি বলেন, ‘বৈশ্বিক মহামারিকালে বিশ্বের অর্থনৈতিক অবস্থা থমকে গিয়েছিলো। পোশাক শিল্পে অর্ডার ক‌মে‌ছিল। বর্তমানে ক্রেতারা আসছে, প্রচুর অর্ডার দিচ্ছেন তারা। তবে কাজের অর্ডার বাড়‌লেও প‌ণ্যের দাম তেমন বা‌ড়ে‌নি। পোশা‌কের মূল্য বাড়া‌তে কাজ কর‌ছি। পাশাপা‌শি, আমা‌দের সদস্যদের বলছি তারা যেন কো‌নোভা‌বেই উৎপাদ‌নের চে‌য়ে কম দা‌মে প‌ণ্যের অর্ডার না নেন। আমরা আগের চেয়ে কিছুটা বাড়‌তি মূল্য পা‌চ্ছি, ত‌বে তা উৎপাদন খরচ বৃদ্ধির তুলনায় খুবই সামান্য। উৎপাদন খরচ বৃদ্ধির তুলনায় দাম পা‌চ্ছি না।’

ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশনের (আইএএফ) ৩৭তম স‌ম্মেলন ঢাকায় হ‌বে জানিয়ে তিনি বলেন, একক খা‌তের আন্তর্জা‌তিক স‌ম্মেলন এটাই প্রথম হ‌বে দেশে। ওই সম্মেলনে মেড ইন বাংলা‌দেশ উইক ব্র্যা‌ন্ডিং তু‌লে ধরে সপ্তা‌হব্যা‌পী একটি আ‌য়োজনের প‌রিকল্পনা নেওয়া হ‌য়ে‌ছে। আগামী বছ‌রের নভেম্বরে এ সম্মেল‌ন হতে পারে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বিজিএমইএ জানিয়েছে, পোশাক শিল্পের প্রসার, প্রচার এবং উন্নয়নে বিজিএমইএর প্রাণান্ত প্রচেষ্টা ও উদ্যোগ সর্বদা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি বিজিএমইএ সভাপতি ফারুক হাসান যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশ সফর করেন এবং সফরকালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কপ-২৬ সম্মেলনে যোগ দেন।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/একেএম

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর