Saturday 07 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপার সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৪ ০২:২৫ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৩:০২

জাতীয় পার্টির সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু

ঢাকা: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর এলাকার লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার করা হয়।

বাঘৈর এলাকার স্থানীয়রা জানান, এই এলাকায় গোলাম কিবরিয়া টিপুর কিছু জমি রয়েছে। সেখানে একটি ছোট ঘর আছে। সম্ভবত ৫ আগস্টের পর সেখানে আত্মগোপনে ছিলেন তিনি। সন্ধ্যায় বাসার বাইরে বের হলে এলাকার লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এলে স্থানীয়রা সাবেক এমপি টিপুকে পুলিশের কাছে সোপর্দ করে।

সারাবাংলা/ইউজে/পিটিএম

গোলাম কিবরিয়া টিপু গ্রেফতার জাপা সাবেক এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর