Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পরিবেশ ও জলবায়ু ঠিক রাখতে বেশি বেশি গাছ লাগাতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২১ ২২:৪৪

গাজীপুর: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোনো খালি জায়গা রাখা যাবে না। কৃষি জমিতে ধান চাষ করে ফলন বৃদ্ধি করতে হবে। পরিবেশ ও জলবায়ু ঠিক রাখতে বেশি বেশি গাছ লাগাতে হবে।’

রোববার (২১ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় গাজী গ্রুপের কৃষি খামার পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন। এদিন ‘নবান্ন উৎসবে’ যোগ দিয়ে ধান কাটা ও মৎস্য খামার পরিদর্শন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি কৃষি খামার ঘুরে ঘুরে ধান কাটা দেখেন ও মৎস্য খামার থেকে মাছ উত্তোলন করেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘কৃষি খামারে এসে আমার নবান্ন শুরু হয়েছে। খামারের জমিতে অনেক সুন্দর ধান হয়েছে। এখন ধান কাটা শুরু হয়েছে। যা সত্যিই আমাকে উদ্বুদ্ধ করেছে।’

এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহ-কমিশনার বরকতউল্লাহ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

কৃষি খামার গাছ পরিবেশ ও জলবায়ু বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর