‘করোনা ভালোভাবে নিয়ন্ত্রণের কারণে বিএনপি আর মাস্কই পরতে চায় না’
২২ নভেম্বর ২০২১ ০০:৫১
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগের দাবিতে বিএনপির গণঅনশন কর্মসূচি ছিল শনিবার (২০ নভেম্বর)। এ দিন দলটির নেতাকর্মীদের কর্মসূচিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা ও মাস্ক না পরার সমালোচনা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বিএনপির নেতাকর্মীদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমরা গতকালই দেখলাম একটি রাজনৈতিক অনুষ্ঠানে নেতাকর্মীরা কেউই মাস্ক পরেনি। এতে বোঝা যায় করোনা এতো ভালোভাবে নিয়ন্ত্রিত হয়েছে যে, তারা আর মাস্কই পড়তে চায় না।’
রোববার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘একদিকে তারা করোনা নিয়ে সরকারের সমালোচনা করবেন, অন্যদিকে নিজেরাই স্বাস্থ্যবিধি মানবেন না, মাস্ক পরবে না, দূরত্ব বজায় রাখবে না।’
জাহিদ মালেক বলেন, ‘করোনায় মৃত্যুশূন্য দিন ছিল গতকাল। সবাই মিলে কাজ করার জন্য এটি হয়েছে। এটি আমাদের বহুল প্রতিক্ষীত ছিল। রাজনৈতিক অনুষ্ঠান ছাড়াও সামাজিক ধর্মীয় অনুষ্ঠানগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানগুলো করতে হবে। সাংবাদিক ভাইদের বলবো আপনারা এ বিষয়গুলো তুলে ধরবেন।’
তিনি আরও বলেন, ‘বিনামূল্যে ৯ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। কিন্তু রাজনৈতিক অনুষ্ঠানে কেউ দূরত্ব রাখছেন না, মাস্ক পরছেন না। এতে করে সংক্রান্ত যেকোনো সময়ে আবারও বেড়ে যেতে পারে। আমরা গতকালই দেখলাম একটি রাজনৈতিক অনুষ্ঠানে নেতাকর্মীরা কেউই মাস্ক পরেনি। এতে করে দুইটা বিষয় বোঝা যায়, করোনা এতো ভালোভাবে নিয়ন্ত্রিত হয়েছে যে, যার ফলে তারা আর মাস্ক পরতে চায় না। অথচ ওনারাই আবার বিগত সময়ে অনেক সমালোচনা করেছেন। এখন গতকাল আবার তারাই মাস্ক ছাড়া বক্তব্য দিয়েছেন, কর্মীরাও মাস্ক পরছে না।’
এতে করে তারা প্রত্যেকেই করোনা সংক্রমণের আশঙ্কায় পড়ে গেল। সুতরাং আমাদের এসব বিষয়ে দৃষ্টি রাখতে হবে— যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।
এদিন দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার ব্যয় সংক্রান্ত্র অনুষ্ঠানে একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. শাহাদৎ হোসেন মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাহান আরা বানুসহ অন্যান্যরা
সারাবাংলা/এসবি/এমও