Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে, বেড়েছে সংক্রমণ

সারাবাংলা ডেস্ক
২২ নভেম্বর ২০২১ ১৬:২২

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু আগের দিনের তুলনায় কমেছে। আগের দিন ৭ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২ জন। তবে একই সময়ে করোনাভাইরাসে সংক্রমিত নতুন ব্যক্তির সংখ্যা বেড়েছে। আগের দিন ১৯৯ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬৪ জন।

সংক্রমণের সঙ্গে সঙ্গে বেড়েছে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হারও। আগের দিন এই হার ছিল ১ দশমিক ১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই হার বেড়ে ১ দশমিক ৪২ শতাংশ হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৩৬টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬২৮টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ১৮ হাজার ৬৯৭টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৬১৪টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭ লাখ ৪২ হাজার ৪১১টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৯ হাজার ৬৭১টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩০ লাখ ৩২ হাজার ৭৪০টি।

২৪ ঘণ্টায় বেড়েছে সংক্রমণ, কমেছে শনাক্তের হার

বিজ্ঞাপন

আগের দিন দেশে ১৯৯ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ২৬৪ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৪২ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক ১৬ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ।

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে

গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা বেড়েছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ১৯২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৯ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ।

মৃত ২ জনই নারী

গত ২৪ ঘণ্টায় যে ২ জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তারা দুই জনই নারী। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেলেন ২৭ হাজার ৯৫৫ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ। এই দুই জনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এদিকে, করোনা সংক্রমণ নিয়ে মৃত পুরুষের সংখ্যা আগের দিনের মতোই রয়েছে ১৭ হাজার ৮৯৩ জন, যা মোট মৃত্যুর ৬৪ দশমিক ০১ শতাংশ। অন্যদিকে এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে নারী মারা গেলেন ১০ হাজার ৬২ জন, যা মোট মৃত্যুর ৩৫ দশমিক ৯৯ শতাংশ।

মৃত ২ জনের বয়সই ৪১ থেকে ৫০ বছর, মৃত্যু নেই ৬ বিভাগে

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে যে দুই জন মারা গেছেন, দুই জনেরই বয়স ৪১ থেকে ৫০ বছর। এছাড়া অন্য কোনো বয়সী কেউ এদিন মারা যাননি। অন্যদিকে মৃত দুই জন ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। বাকি ছয় বিভাগে এদিন করোনা সংক্রমণ নিয়ে কেউ মারা যাননি।

সারাবাংলা/টিআর

করোনাভাইরাস কোভিড-১৯ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর