Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের হাফ ভাড়া চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২১ ১৪:০৩

বাসে হাফ ভাড়ার দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা, ছবি: সারাবাংলা

ঢাকা: শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য দেশের সব ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেন ভাড়া অর্ধেক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) এ রিট করার কথা জানিয়েছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

চলতি মাসে তেলের দাম বাড়ানোর কারণে বাস ভাড়া বাড়ানো হয়। এরমধ্যে শিক্ষার্থীরা তাদের জন্য অর্ধেক বা হাফ ভাড়া চালুর দাবি জানিয়ে আসছেন। এ দাবিতে গত কয়েকদিনে ঢাকার সায়েন্স ল্যাব, ফার্মগেটসহ রাজধানীর বেশ কয়েকটি স্থানে এ দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

নভেম্বর মাসের শুরুতে ডিজেলের মূল্য বাড়লে গাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে অঘোষিত ধর্মঘট শুরু করেন বাস, ট্রাকসহ পণ্যবাহী যানবাহনের মালিকরা। এ অবস্থায় বাস ভাড়া নির্ধারণের দায়িত্বে থাকা সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গত ৭ নভেম্বর পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে নতুন ভাড়া নির্ধারিত হয়।

এরপর নতুন ভাড়া নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করে বিআরটিএ। তবে নতুন ভাড়া আদায় করলেও শিক্ষার্থীদের হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানায় বাসের চালক ও হেলপাররা। এরপর থেকেই হাফ ভাড়ার দাবিতে বিক্ষোভ করে আসছে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সারাবাংলা/কেআইএফ/এনএস

শিক্ষার্থীদের হাফ ভাড়া হাইকোর্টে রিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর