Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থ আত্মসাতের মামলায় ৭ বৈজ্ঞানিক কর্মকর্তার আগাম জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২১ ১৯:৫০

ঢাকা: বিমা প্রিমিয়ামের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় সাত বৈজ্ঞানিক কর্মকর্তাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জামিনপ্রাপ্ত সাত বৈজ্ঞানিক কর্মকর্তা হলেন- স্বপন কুমার রায়, শিরীন আক্তার জাহান, মো. শাহরিয়ার বাশার, মালা খান, মোহাম্মদ নাজিম জামান, তুষার উদ্দিন ও দীপা ইসলাম।

আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দস কাজল। সঙ্গে ছিলেন আকতার রসুল, মোসাদ্দেক বিল্লাহ, নূরে আলম সিদ্দিকী সোহাগ ও আব্দুল্লাহিল মারুফ ফাহিম। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘গত ১৬ নভেম্বর পরস্পর বিমা প্রিমিয়ামের টাকা আত্মসাতের অভিযোগে সাধারণ বিমা করপোরেশন, এক্সিম ব্যাংক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ৩৫ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।’

এ মামলায় জামিন আবেদন করলে আদালত তা গ্রহণ করে।

মামলা বিবরণে জানা যায়, সাধারণ বীমা করপোরেশনের সাবেক ম্যানেজার ও শাখা প্রধান মো. আবুল কাশেমের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে ডকুমেন্ট তৈরি করে বিমা প্রিমিয়ামের প্রায় ২৬ কোটি ১৪ লাখ ৯৮ হাজার ২০৩ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছিল দুদক। এর পরিপ্রেক্ষিতে গত ২৯ জুলাই সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপক মো. আবুল কাশেমকে গ্রেফতার করে সংস্থাটি।

বিজ্ঞাপন

মামলা তদন্ত করে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ৩৫ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেয় দুদক।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

জামিন

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর